CUSTOMER_REVEIW of JNH Vitamin C cream
একটা হেলদি ও গ্লোয়িং স্কিন এর জন্য স্কিন কেয়ার মাস্ট সেটা যেমন ই স্কিন টোন হোক না কেন।যদিও আমি স্কিন কেয়ার এ খুব বেশি একটা প্রোডাক্ট ব্যবহার করি না বাট চেষ্টা করি কয়েকটা এমন কিছু প্রোডাক্ট বাছাই করতে যা সত্যি কাজ করবে আর অবশ্যই সেটা যেন ভিতর থেকে হয়।আবার আমার অনেক বেশি Oily& Sensitive skin. তাই সব স্যুটও করে না। আর এতে আমার একটা অসম্ভব পছন্দের হচেছ JNH ULTIMATE VITAMIN C CREAM.বলে রাখি এটা অবশ্যই কোনো whitening প্রোডাক্ট না। এটা মূলত ব্যবহার করছি প্রায় ২০১৮ সাল থেকে।আমি মূলত নিয়েছিলাম jnh essence.স্কিনে মেলাস্মা(মেছতা)মতো কিছু ছোপ দাগ ছিল।পেজ থেকে সাজেস্ট করা হলো ২টা একসাথে ব্যবহার করতে।তারপর থেকে আর এটা ছাড়তে পারি নি।এবার বুঝুন তাহলে কতটা জোস এটা।আমার ছোপ টা পুরু চলে গেছে তা বলব না বাট অনেক টা কমে গেছে আর হ্যা স্কিনে অনেকটা গ্লো ও এসেছে।এটা স্পটদূর করবে ইনশাআল্লাহ বাট ধৈর্য্য রাখতেহবে কারণ এতে ভিটামিন সি আছে যা স্কিনে উপর লেয়ার এর স্পট রিমুভ এ সাহায্য করে।আর এটা আরো জোস যাদের আমার মতো dark circle এর সমস্যা।এটা কিন্তু আমার dark circle ও অনেক কমিয়েছে।বাট ঘুমাতে হবে কিন্তুআই ক্রিম হিসেবেও বেস্ট লেগেছে।আমারOpinion.এক ঢিলে দুই পাখিআর long করব না।আসলে এত গুনি জিনিস শুধুই লিখতে মন চায় আরকি।যারা এখনো ব্যবহার করেন নি প্লিজ একটা নিয়ে ফেলেন ।আমি আর ছাড়ছি না এই ক্রিম।