CUSTOMER REVIEW OF JNH FOAM FACEWASH

আমার স্কিন পুরাই আজব ধরনের। এম্নিতে তেলতেলে হয়ে থাকে, কিন্তু ফেস ক্লিন করলেই ড্রাই লাগে। শুধু পানি দিয়ে মুখ ধুলেও ড্রাই হয়ে যায়। আবার সে এমন সেন্সেটিভ যে কোন ক্রিম লাগালেও পিম্পল উঠে ভরে যায়। তো এই অবস্থাই চলছিল। মুখ ধোয়ার পর ঘন্টাখানেক ড্রাইনেস সহ্য করতাম তারপর আবার ওয়েলি স্কিন। JNH sunblock উইস করে খুব ভাল লাগায়, JNH Whipping Cleansing Foam facewashটা ও কিনে ফেললাম।খুব বেশি এক্সপেকটেশন ছিল না। ভেবেছিলাম অন্য সব Facewash এর মতই বুঝি।কিন্ত.. কিন্তু…প্রথমবার ব্যবহার করার পরই বুঝলাম,এটা অন্য জিনিস। খুব অল্প পরিমানে নিলেই বেশ ফোম হয়। আর ধোয়ার পর পুরা মুখ ক্লিন আর ক্লিয়ার ত হয়ই কিন্তু কোন ড্রাইনেস ছাড়া। স্কিনটা খুব স্মুথও হয়। যদিও দামটা বেশি তবে একটা টিঊব কিন্তু অনেক দিন যায়। আমি এমনিতে খুব অলস প্রকৃতির মানুষ। মুখে প্যাক ট্যাক কিছু ইউস করি না।লাস্ট কবে ফেসিয়াল করেছিলাম মনেও নাই। আমার রেগুলার স্কিন কেয়ারে অনেক অনেক আগে থেকেই ছিল শুধু ফেসওয়াস দিয়ে মুখ ধোয়া। এখন এই এক ফেসওয়াস দিয়েই আমি ফেসিয়াল ছাড়াই ক্লিন আর স্মুথ স্কিন পাচ্ছি।এই ছবিটা JNH Whipping Cleansing Foam facewash দিয়ে মুখ ধোয়ার ঠিক পর তোলা। মুখ ধোয়ার পর কিন্তু ইন্সট্যান্ট একটা গ্লোও আসে।
#JHH_Freshness

 —

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *