Welcome
Advertising is the way great brands get to be great brands.
We Are Awesome Folow Us
Home  /  customer reviews   /  CUSTOMER REVIEW OF JNH FOAM FACEWASH
পৃথিবী সবচাইতে ব্যস্ত তম মানুষ টার নাম হাউস ওয়াইফ ۔যারা সারাদিন সবার জন্য কাজ করে কিন্তু ২৪ঘন্টায় নিজের জন্য ৫মিনিট নেই আমি সেই একজন !ছোট বেবি স্কুল গোয়িং বেবি বাসার সব কাজ রান্না বান্না বাজার র রাত জাগা সব মিলাই মাঝে মাঝে পাগল পাগল লাগে এত কিছু র মাঝে নিজের, আমার সস্থি র জায়গা JNH প্রোডাক্ট !এই ফেসওয়াশ টা আমার এমন একটা ভরসার জায়গা যা র কথা কি বলবো যে আপু এইটা ব্যবহার করেছো তারা জানো এই ম্যাজিক্যাল ফ্রেশ নেস এর রহস্যএটা আসলেই ম্যাজিক ঘুমোতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে ,বাইরে যাওয়ার সময় ,বাইরে থেকে এসে রান্নার আগে ও রান্নার পরে আমার সব সময় এর সঙ্গী এই ম্যাজিক্যাল ফেসওয়াশ আমার স্কিন খুবি বাজে সেন্সিটিভ এলার্জি স্কিন কিন্তু এইটা use করার পর থেকে মাশাল্লাহ নিজের স্কিন দেখে নিজের ভালো লাগে এত ব্যাস্ততার মাঝে নিজেকে স্নিগ্ধ লাগে খুব ফ্রেশ লাগে আমি অনেক দিন আগে পার্লার এ গিয়ে ফেয়ার পালিশ করছিলাম তখন থেকে আমার স্কিন প্রব্লেম শুরু হয় তখন থেকে আমি JNH প্রোডাক্ট use করি আল্লাহর রহমত এ সব প্রব্লেম নাই হইয়া গেছে ভালো লাগার কথা হলো JNH কোনো ফালতু ওয়ান টাইম রং ফর্সা করি প্রোডাক্ট সেল করেনা মুখ ভর্তি মেকআপ করে ৩২টা দাত বের করে বলেনা অপি এইটা use করো গ্লাস স্কিন পাবা ফর্সা হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ওনারা স্কিন ধরণ শুনে তার পর প্রোডাক্ট এডভাইস করে ,মাশাল্লাহ আল্লাহর রহমতে উপকার ই হয় থ্যাংক ইউ রেদোয়ান ভাইয়া আমাদের এত ভালো প্রোডাক্ট এর সাথে পরিচয় করানোর জন্য নির্ভর যোগ্য প্রোডাক্ট এর জন্য অনেক অনেক ধন্যবাদ সারাজীবন বাকি জীবন JNH আমাদের পাশে থাকেন র প্রাইস একটু বেশি মনে হলেও জিনিস অসাধারণ র লং টাইম use করা যায় এটা দীর্ঘ দিন ব্যবহার করা যায় তাই র পয়সার চিন্তা মাথায় আসেনা ও আর একটা কথা আমি অনেক নামি দামি ব্র্যান্ড এর ফেসওয়াশ ব্যবহার করেছি র এই আপু সেই আপু র ফেসওয়াশ ব্যবহার করেছি ফলাফল শুন্য !!
অনেক শুভ কামনা JNH জন্য রেদোয়ান ভাইয়া র জন্য র সবার জন্য সবাই সুস্থ থাকেন নিরাপদ থাকেন র ফ্রেশ থাকেন

 —

No Comments

LEAVE A COMMENT