Welcome
Advertising is the way great brands get to be great brands.
We Are Awesome Folow Us
Home  /  customer reviews   /  CUSTOMER REVIEW OF JNH FOAM FACEWASH

প্রোডাক্ট নিয়ে বলার আগে নিজের ড্রামাবাজ স্কিন নিয়ে বলে নেই..। ড্রামাবাজ বলার কারণ সে যে কি চায় সে নিজেও জানেনা!
প্রথমত, সে কখনো তেলের খনি তো কখনো আবার শুষ্ক মরুভূমি!
দ্বিতীয়ত, সে সুপার সেন্সিটিভ তাই নতুন কিছু ট্রাই করার আগে আমার দশবার চিন্তা করা লাগে। যা দেই তাতেই রিয়াকশন দেখায়।
তৃতীয় সমস্যাটা একটু অদ্ভুত ধরনের জানিনা আর কারো এমন হয় কিনা!?ফেসওয়াস দিয়ে মুখ ধোয়ার পর মনে হয় মুখে সেটা লেগে আছে!
উপরোক্ত সব দিক দেখেশুনে আমার ফেসওয়াস ইউজ একটার মধ্যেই সীমাবদ্ধ ছিল।হ্যাঁ সেটা গরমে ভাল চললেও শীতে খুবই কষ্ট হয়ে যাইতো কারণ স্কিন অনেক বেশি ড্রাই করে ফেলতো।অনেকবার অন্যকিছু ট্রাই করি এই মিশনে নামছি বাট কোনটাই সাকসেসফুল হয়নি।
তো, অনেকের অনেক রিভিউ দেখে jnh ফেসওয়াসটা নিয়েই ফেলি; ইউজ করছি গত কয়েক মাস ধরে। আর আমার সবগুলো সমস্যার সমাধান এই ‘একটার’ মধ্যেই পাইছি।শীতেও ড্রাইস্কিন প্রবলেম ফেস করিনি। আমি সাটিসফাইড।
আগে ভয়ে মুখে কিছুই লাগাতাম না আর এখন jnh এর অনেকগুলো প্রোডাক্টই আমি ইউজ করছি। কোনকিছু নিয়ে কোনো কমপ্লেন নাই বাট ফেসওয়াসটা অতুলনীয়.. এটাকে কখনো বাদ দিতে পারবো বলে মনে হয়না..।

No Comments

LEAVE A COMMENT