Welcome
Advertising is the way great brands get to be great brands.
We Are Awesome Folow Us
Home  /  customer reviews   /  CUSTOMER REVEIW OF JNH VITAMIN C CREAM
#JNH_VITAMIN_C_CREAM
প্রথম যখন এই গ্রুপে add হইছিলাম স্কিন কেয়ার বলে যে কিছু আছে সেটাই জানতাম না স্টেপ পরের কথা!যখন জানলাম তখনও কিছু করার ছিলনা স্টুডেন্ট ছিলাম।তবে সবার পোস্ট, কোয়েশ্চেন আন্সার প্রতিটা কমেন্ট আমি পড়তাম এখনো পড়ি সেই সাথে ওয়েবসাইটে প্রোডাক্ট ডিটেইলস আর পেজেতো নক দিতামই..উদ্দেশ্যে একটাই আমার স্কিনের জন্য কোনটা বেস্ট হবে জানার জন্য।
আসল কথায় আসি, স্কিন কেয়ারের লাস্ট স্টেপ এ একটা ময়েসচেরাইজিং ক্রিম কথা বলা হয়ে থাকে আমার কাছে এই ক্রিমটাই বেস্ট মনে হইছে আর আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি এটাই সাজেস্ট করি।
এখন বলি কেন রেকোমেন্ড করি/কেন এটা ইউজ করবেন কারণ এটা ভিটামিন সি বেসড ক্রিম। এখন ভিটামিন সি স্কিনে কি কাজ করে সেগুলা একটু দেখিঃ
.এন্টিএজিং
.এন্টিপিগমেন্টেশন
.গ্লোয়িং ইফেক্ট
.সান ড্যামেজ রিমুভ
.স্কিন রিপেয়ার
এগুলা আমার কথা না প্রত্যেকটার সায়েন্টিফিক ব্যাখা আছে সার্চ দিয়ে দেখতে পারেন। হয়তো অনেকে জানেনও..।
jnh vit c cream কেন কিনবেন? কারন কোরিয়ার প্রোডাক্টস বিশ্বখ্যাত নামের জন্য না কামের জন্য।আর নিজের ভাল স্পেশালি স্কিনের ভাল কে না চায়।
লাস্ট কিছু কথা, রাতারাতি কোনকিছুই কাজ করে না, অবশ্যই ধৈয্য ধরে ইউজ করতে আর সেই সাথে ব্যাসিক স্কিন কেয়ার স্টেপগুলোও ফলো করতে হবে স্পেশালি যারা আমার মত 25+। স্কিন এমন এক জায়গা যেখানে ইনভেস্ট করলে বিফলে যায়না তার প্রমান আমি নিজেই..।
#JNH_BrightSkin

 

No Comments

LEAVE A COMMENT