Welcome
Advertising is the way great brands get to be great brands.
We Are Awesome Folow Us
Home  /  customer reviews   /  CUSTOMER REVEIW OF JNH VITAMIN C CREAM

৩ মাস আগে আমি এই ক্রিমটি কিনেছিলাম এখন ও কন্টিনিউয়াসলি লাগিয়ে যাচ্ছি এতো ভালো ফলাফল পেয়েছি যা বলার মতো না আমার স্কিন ব্রাইটেনিং আর লাইটেনিং হয়েছে চোখের নিচের হালকা কালো দাগ যেটা আর নেই দুই একটা ফ্রিকেলস ছিল যেটা যায়নি বাট হালকা হয়েছে একটা পিম্পলের দাগ ছিল সেটাও হালকা হয়েছে একেবারে যাওয়ার পথে।
এখন আসি ব্যবহারের নিয়ম এ আমি দিনে ২বার সকালে এবং রাতে ক্লিনজিং এর পর টোনিং, সিরাম এবং ভিটামিন সি ক্রিম apply করি ( সকালে সানস্ক্রিন মাস্ট ইউজ করি) আমার স্কিন টাইপ অইলি তবুও আমায় সুট করেছে তাই আমি মনে করি এটা সব স্কিন এ সুট করবে। খুব কম পরিমান লাগালেই পুরো মুখ হয়ে যায় ( চোখের নিচে একটু বেশি করে like as a eye cream) তাই ২৫ ml এই ছোট্ট ক্রিমটি নিশ্চিন্তে চার মাস চলে যাবে কারণ আমার অলরেডি তিন মাস ইউজ করেছি। As a student সব দিক দিয়েই আমার জন্য খুবই ভাল।
আামার রিভিউতে আপনার উপকার হলে like দিয়ে আমায় উৎসাহিত করবেন যেন আপনাদের অন্য আরো problem এর solution নিয়ে নতুন নতুন রিভিউ দিতে পারি।
কিছু জানার থাকলে আমায় comment e ask করুন
আল্লাহ হাফেজ

3 Comments

LEAVE A COMMENT