Welcome
Advertising is the way great brands get to be great brands.
We Are Awesome Folow Us
Home  /  customer reviews   /  CUSTOMER REVEIW OF JNH VITAMIN C CREAM
#JNH_BrightSkin
আমি খুবই গা ছাড়া টাইপ একজন মানুষ। স্কিনের খুব একটা যত্ন কখনো নিইনি। কিন্তু চারদিকে এত বেশি সচেতন মানুষদের দেখে মনে হঠাৎ ভয় লাগা শুরু হলো। মনে হলো বয়স তো বাড়ছে, একটু শর্টকাট উপায়ে যত্ন তো করাই যায়।
ইউটিউব এ বিভিন্ন রিভিউ দেখা শুরু করলাম। অনেক যদু মদুর ভিড়ে কয়েক জনের কথা রিয়েলস্টিক মনে হলো। তাদের সবার রিভিউ এ একটা ক্রীম এর নাম কমন পেলাম, তাদের দেখানো কয়েকটি বেস্ট ইফেক্টিভ ক্রীম গুলোর মধ্যে এটা একটা, আর সেটা হলো “JNH Ultimate Vitamin C cream”.
ফ্রেন্ড এর সাপোর্টে আর আল্লাহর নাম নিয়ে কিনে ফেললাম সেই আলাদিনের চেরাগ “JNH Ultimate Vitamin C cream”. গত দুই মাস যাবত use করছি। সত্যিই product টা price worthy.
এই ঠাডা পড়া গরমে এই একটা মাত্র ক্রীম use করে আমি মন থেকে satisfied. আমার স্কিনে খুব একটা প্রবলেম ছিলনা, কিন্তু কমন কিছু প্রবলেম দিন দিন বেড়েই যাচ্ছিল(pigmentation, dullness, whiteheads)। এই দুই মাসে পজেটিভ পরিবর্তন লক্ষ্য করছি। সাথে স্কিনের softness অনেক গুন বেড়ে গিয়েছে।
আমার মত যারা একের ভিতর অনেক গুন সমৃদ্ধ কোন প্রোডাক্ট খুঁজছেন, মন থেকে চাচ্ছেন কোন সাইড ইফেক্ট ছাড়া উপকার পেতে তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন The one and only “JNH Ultimate Vitamin C cream”. (আমি গুছিয়ে কথা বলতে বা লিখতে কোনোটাই পারিনা তাই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ভেজালের ভিড়ে অবশ্যই সঠিক পন্য নিবার্চন করার চেষ্টা করবেন।
#JNH_BrightSkin

 

No Comments

LEAVE A COMMENT