Welcome
Advertising is the way great brands get to be great brands.
We Are Awesome Folow Us
Home  /  customer reviews   /  CUSTOMER REVEIW OF JNH VITAMIN C CREAM
সকালে ডিউটির জন্য বের হচ্ছিলাম,হুট করেই jnh vit c cream এর রিভিউ চোখে পরল,আর ভাবলাম কিছু না লিখলে পাপ হবে
এখন প্রশ্ন কেন ব্যবহার করবেন?
১. যাদের আমার মত একনি প্রব্লেমে আছে,স্পট আছে।
2. যাদের সেন্সেটিভ স্কিন,পিগমেনটেশন প্রব্লেম আছে,ওপেন পোর আছে।
৩.যারা রাত জেগে পান্ডার মত চোখ করে ফেলছেন,ফ্রিকেলস প্রব্লেম আছে।
৪.যারা আমার মত পানি কম খান,আনইভেন স্কিন টোন।
৫.যারা চাচ্ছেন একটু ফ্রেস থাকি,ব্রাইটেনিং থাকি,ময়েশ্চারাইজিং রাখি,এন্টিএয়েজিং রাখি।
মোট কথা যারা আমার মত সারাদিন ব্যস্ত থাকেন,সারাক্ষণ ফোন সামনে থাকে,তাদের জন্য বেস্ট একটা ক্রিম।
আমার সেকেন্ড ক্রিম চলতেছে,আলহামদুলিল্লাহ সব প্রব্লেম অনেকটাই নেই এখন।
সকালে & রাতে মুখ ভাল একটা ক্লেঞ্জার দিয়ে পরিষ্কার করে,তারপর টোনার, তারপর সেরাম, তারপর JNH vitc cream,ডে টাইমিং মাস্ট সানবল্ক লাগাবেন,ইনশাআল্লাহ নেক্সট টাইম আপ্নিও রিভিউ দিতে বাধ্য হবেন
Thanks JNH& shineskin to provide such a effective& awesome care product.This product is a love

 

1 Comment

LEAVE A COMMENT