Welcome
Advertising is the way great brands get to be great brands.
We Are Awesome Folow Us
Home  /  customer reviews   /  CUSTOMER REVEIW OF JNH VITAMIN C CREAM
Shine skin এর সাথে আমার পরিচয় প্রায় ৫ মাস। এই ক’মাসে আমার কিছু প্রোডাক্ট ইউজ করার সুযোগ হয়েছে। এর মাঝে অন্যতম হচ্ছে JNH Ultimate Vitamin C Cream
এই ক্রিম টা ভালো লাগার প্রধান কারণ হচ্ছে এটি
১. আমার সেনসিটিভ স্কিনের র‍্যাশ & বাম্পস গুলো কে কন্ট্রোল করেছে (ভিতরে পানিযুক্ত বাম্পস)।
২. আমার স্কিন হঠাৎ করে খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিলো। স্কিন ফাটা ফাটা হয়ে গিয়েছিলো। এটা ইউজ করার পর আলহামদুলিল্লাহ আমি স্কিনকে হাইড্রেটেড ফীল করতাম, আর স্কিনও মাশা-আল্লাহ অনেক স্মুথ হয়ে গিয়েছে।
৩. ছোটবেলা থেকেই আমি পিম্পল অপারেশন ()
করে দেয়ার খুবই বাজে অভ্যাস নিয়ে বড় হয়েছি। কখনোই স্পট পড়তো না বিধায় এই কাজে খুবই এক্সপার্ট ছিলাম। কিন্তু আনফরচুনেটলি লাস্ট ১ বছরে আমার স্কিনে ৫/৬ টা স্পট পড়ে গিয়েছিলো। সেই স্পট রিমুভের জন্যে আমি দুইটা নামীদামী ব্রান্ডের Spot clear gel ইউজ করেও যখন ফলাফল পাই নি, তখন আশা ছেড়েই দিয়েছিলাম। সারাক্ষণ আল্লাহকে বলতাম, “আল্লাহ আমার স্পট গুলো রিমুভ করে দাও, আমি আর জীবনেও পিম্পল খুঁটাবো না।” আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করেছিলেন; আর তার ই ফলশ্রুতিতে এই JNH Vitamin C Cream এর দেখা পেলাম। এখন আমার ফেস এ কোন স্পট ই নাই আলহামদুলিল্লাহ।
৪. লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্যাট — এই ক্রিম আমার স্কিনে একটা এক্সট্রা ব্রাইনেট এনে দিয়েছে। একদিন বান্ধবীদের সাথে গ্রুপ ভিডিও চ্যাটের মাঝে এক বান্ধবী তো বলেই দিলো,”আরে তোর মুখ তো কোরিয়ানদের মতো চকচক করতেসে এবং তখন অন্য বান্ধবীরাও তার কথায় সাপোর্ট দিয়েছিলো
Finally, If you want a “উজ্জ্বল, চক চক, স্পটলেস” স্কিন, you must have a try this C cream.
প্রেমে পড়ে যাবেন, ইনশাআল্লাহ

 

No Comments

LEAVE A COMMENT