Welcome
Advertising is the way great brands get to be great brands.
We Are Awesome Folow Us
Home  /  customer reviews   /  CUSTOMER REVIEW OF JNH FOAM FACEWASH
লকডাউন এর আগের অফারে নিয়েছিলাম JNH whipping cleansing foam এটাই ছিলো সাইন স্কিন থেকে আমার প্রথম কেনাকাটা।
প্রথমেই বলে নেই ছবিতে যেটা দেখতে পাচ্ছেন আমার স্কিন মোটেও এত স্মুদ না।খুবই একনে প্রন কম্বিনেশন স্কিন আমার।সামারে অয়েলি, উইন্টারে ড্রাই থাকে।
এই ফেইসওয়াশ প্রথম বার ইউজ করার পর থেকেই একটু অন্যরকম লাগলো।খুব ফ্রেশ একটা ফিলিংস আসে আর মনে হয় যে আসলেই ভেতর থেকে স্কিন ডীপ ক্লিন হয়েছে।আর ইন্সটেন্ট একটা ব্রাইটনেস দেয়।
আমি বলবো না যে এটা ব্যবহারে আমার একনে উঠা বন্ধ হয়ে গেছে, বাট কিছুটা কমিয়ে দিয়েছে।আর সেল্ফ সেটিস্ফেকশন হয়, মুখ ক্লিন করার পর মনে হয় যে আসলেই হেলদি কিছু দিয়ে ক্লিন করেছি।
আমার টিনেজার ছোট বোন বাম্পস এর প্রব্লেম ফেইস করছিলো। সেও এখন এর ভক্ত। বলে দিয়েছে এরপর থেকে যাতে ওকে এই ফেইসওয়াশ কিনে দেই।
এত্ত বড় রিভিউ পড়ার জন্য ধন্যবাদ।
#JNHFreshness

 

No Comments

LEAVE A COMMENT