Want To Busy Life Solution For Skin Care

Busy Life For Skin Care

সারাদিন পড়া …??? একদম নিজের কেয়ার করার সময় নেই? অনেকেই আমাদের কাছে শুধু বিজি লাইফের জন্য সলিউশন চান এতোগুলো প্রোডাক্ট ইউজ করব না… একটা #ক্রিম বলেন…

সানস্ক্রিন দেয়ার সময় হয় না, না দিলে কি প্রবলেম?

এমন কোশ্চেনের পরিমাণ #অনেকঅনেকঅনেক বেশি…!!! তাই ভাবলাম আপনারা কে কি কাজ করেন তার উপরে বেজ করে কিছু বলি… যাই বলুন সবার কাজের রকম ধরন কিন্তু সেইম না!! যেমন যিনি ফিল্ডওয়ার্ক করেন তার সাথে একজন টিচারের রুটিনের মিল থাকার কথা না!!! আবার একজন কলেজ স্টুডেন্টের সাথে একজন ডেস্কজব হোল্ডারের রুটিন মেলার কথা না…!! তাই না???

সুতরাং সেই ধারাবাহিকতায় স্কুল/ কলেজের স্টুডেন্টদের স্কিনকেয়ার নিয়ে কথা বলি চলেন…

  • সো স্কুল কলেজের সময়টায় ১৩-১৯ বছরে কিভাবে নিজের রুটিন বানাবেন
  • ডেইলিরুটিনটাআগেদেখি? School & college এ ডেইলি কি কি করেন?

সকাল ৬-৬.৩০ তে ঘুম থেকে উঠে কোনভাবে নাস্তা খাওয়া, এরপরই হয় ব্যাচে বা টিচারের কাছে পড়া, সেখান থেকে ক্লাস… দুপুরে ৩০ মিনিটের জন্য একটু লাঞ্চ, এরপর আবার ক্লাস… বিকাল ৪-৫ টার দিকে ক্লাস থেকে বেড়িয়ে আবার দৌড় দিয়ে টিচার , ব্যাচে পড়া… রাত ৯ টার দিকে বাসায় এসে একটু শাওয়ার নিয়ে ডিনার করে ঘুম… #গেবন_এমনি -_-

এক্ষেত্রে কিভাবে নিজের রুটিন সেট করবেন যেন অ্যাটলিস্ট স্কিনটা ইন দা লং রানে নষ্ট না হয়ে যায়???

Morning Routine For Skin Care

  1. সকালে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়াটা খুবই জরুরী… সো ফেসওয়াশ স্কিপ করা যাবে না।
  2. এই বয়সে দেখি সবাই ক্রিম ক্রিম বলে পাগল করে ফেলে… #ক্রিম মাখার চেয়েও জরুরী সকালে সানস্ক্রিন ইউজ করা। সো সেটা যেন ঠিক ভাবে করা হয় সেদিকে নজর দিন।
  3. স্কুল কলেজে বাইরে যাওয়ার জন্য মেকআপ লাগে না… মাঝে মাঝে দেখি অনেকে দীর্ঘশ্বাস ফেলে বলে-

“মেকআপ না দিয়ে কি বাইরে যাওয়া যায়??’ —– জি আপ্পি, যায়… ভালভাবেই যায়। এই বয়সে কেউ আপনার স্কিন থেকে ভোগ মডেলের গ্লো এক্সপেক্ট করে না। সান প্রোটেকশন ইউজ করুন, #গ্লো টা পড়াশোনায় যেন আসে সেদিকে লক্ষ্য রাখুন। অযথা মুখে হাবিজাবি বিবি সিসি ক্রিম মেখে নিজের টিনএজের ইনোসেন্সটা নষ্ট করবেন না……!!!

(( শুনে খারাপ লাগলে লাগুক, সত্যি কথা শুনতে এমনই লাগে ))

প্রোডাক্ট_সাজেশন

ক্লিনজার—JNH SsengEolZiugae Whipping Cleanser
সানস্ক্রিন —JNH Dr. Intensive UV Protector XP SPF40PA++

Midday Routine For Skin Care

  1. যদিও সবসময় দরকার হয়না, তবুও যাদের স্কিন প্রচণ্ড অয়েলি এবং যাদের প্রচুর একনে প্রবলেম আছে তাদের উচিৎ দুপুরে কুইকলি একবার মুখটা ওয়াশ করা। এটা এমন কোনও মাইলড ওয়াশ দিয়ে করতে হবে যেন সানস্ক্রিন, ধুলা ময়লা ভালোভাবে ক্লিন হয়…
  2. ফেস ওয়াশ করে নতুন করে পরিস্কার স্কিনে সানস্ক্রিন লাগিয়ে নেবেন
  3. ব্যাগে ফেসওয়াশ এবং সানস্ক্রিন তাই ক্যারি করতে ভুলবেন না। বড় বোতলের বদলে ছোট ট্র্যাভেল সাইজ বোতলে প্রোডাক্ট ক্যারি করুন।

প্রোডাক্ট_সাজেশন

JNH SsengEolZiugae 3 in 1 Cleanser ,

JNH Dr. Intensive UV Protector XP SPF40PA++

Night Routine For Skin Care

  1. রাতে যত আলসেই লাগুক না কেন ভালোভাবে ফেসওয়াশ না করে ঘুমানো যাবে না
  2. একটা মাইলড ক্লিন্সিং টোনার ইউজ করুন। যেটা স্কিনের পোর গুলো ক্লিন করবে, পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে
  3. এই স্টেপে একটা ভালো ময়েসচারাইজারের দরকার। নিজের স্কিন টাইপ অনুযায়ী ময়েসচারাইজার চুজ করুন। স্পট , ড্রাইনেস , ব্রাইটনেস… এইসব প্রবলেম হিসেবে ক্রিম চুজ করুন। চেষ্টা করবেন রাতের রুটিন রাত ১০টার আগেই কমপ্লিট করতে…

প্রোডাক্ট_সাজেশন

ক্লিনজার  JNH SsengEolZiugae 3 in 1 Cleanser

টোনার(Toner)  Acwell Licorice pH Balancing Cleansing Toner

ব্রাইটনেসের জন্য JNH Ultimate Vitamin C Cream

ড্রাইনেসের জন্য  JNH Sweet Honey Moisturizing Cream

Leave a Reply

Your email address will not be published.